আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : লাউ শীতকালীন সবজি হলেও বার মাসই আবাদ করে থাকেন আত্রাইয়ের কৃষকেরা। বর্তমানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে অনেক লাভবান হচ্ছেন চাষিরা।
উপজেলার মাগুড়া আকবরপুর গ্রামের চাষি সাইফুল ইসলাম বলেন, এ বছর তিনি পাঁচ শতক জমিতে মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন। লাউ চাষে সেচ ও শ্রমিক খরচ কম। পোকামাকড়ের আক্রমণ তেমন নেই বললেই চলে। ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত লাউ খাচ্ছে। তিনি আরো জানান, প্রতি সপ্তাহে ১শত থেকে ২শত পিস লাউ ক্ষেত থেকে তুলে বিক্রি করেন। তবে তিনি আশা করছেন, খরচ বাদ দিয়ে ৩০-৪০ হাজার টাকার লাউ বিক্রি হবে।
বিভিন্ন বাজারের পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছেন। গুড়নই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বিশ্বাস মিঠু বলেন, দুই জাতের লাউয়ের চাষ আমাদের এখানে হয়। লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউয়ের চাষ হয়। লম্বা জাতের লাউয়ের চাহিদা একটু বেশি। বাজারে একটি লাউ প্রকারভেদে ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে। মালিপুকুর, গুড়নই, বিলগলিয়া, সিংসাড়া, দমদমা, ব্রজপুর, শুকটিগাছা মাগুড়াপাড়াসহ বেশকিছু মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা মাচায় লাউ চাষ করছে। প্রতিটি মাচার উপর ডগায় ডগায় ঝুলে আছে লাউ। লাউ দেখতে অনেক সুন্দর মসৃণ ও সুস্বাদু হওয়ায় চাহিদা একটু বেশি।
আত্রাই উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহিনুল ইসলাম বলেন, অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম লাউ। আমরা কৃষকদের মাঠ দিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষের প্রশিক্ষণ দেই, যাতে করে কৃষকরা লাউ চাষ করে লাভবান হয়। তবে এ বছর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে লাউ চাষ হয়েছে।