কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে কুমার পাড়া ও সিনেমা হল এলাকায় যাওয়ার পাকা রাস্তার উপর নির্মাণকৃত ব্রীজের মাঝখানে ভেঙ্গে পড়ে যাওয়ায় সাধারণ জনগণ ও পথচারীরা ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা যাচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে মুকুন্দপুর ইউপির কাহারোল বাজার থেকে পশ্চিম দিকে নিজিয়া গ্রাম ও সিনেমা হল এলাকার যাওয়ার কুমার পাড়া সংলগ্ন নামক স্থানে খালের উপরে নির্মাণকৃত ব্রীজের মাঝখানের ঢালাই ভেঙ্গে পড়ে গেছে। এর ফলে ব্রীজটি মেরামত বা সংস্কারে উদ্যোগ পরিলক্ষিত না হওয়ার কারণে কাহারোল বাজারে আসা এবং এলাকার সাধারণ জনগণ ও পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রীজের সাইড দিয়ে বাইসাইকেল, ভ্যান, মোটরসাইকেল পারাপার হতে দেখা যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের কোন দুর্ঘটনা।
ব্রীজটি সংস্কার বা নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন এর সাথে কথা হলে তিনি জানান, ভাঙ্গা ব্রীজটির বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্রীজ নির্মাণ বা সংস্কার করতে আশ্বস্ত করেছেন আমাকে। এদিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফিরোজ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, কুমার পাড়ার রাস্তার মাঝখানে ভেঙ্গে যাওয়া ব্রীজটির বিষয়ে অত্র ইউপির চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। বর্তমানে বর্ষাকাল থাকায় ভেঙ্গে যাওয়া ব্রীজটি নির্মাণ কাজ একটু দেরি হবে এবং অর্থ বরাদ্দ সাপেক্ষে এই কাজটি বাস্তবায়ন করা হবে।