মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল বকসি বাড়িতে বকসি মুকিত-নূরুননেছা মেটারনিটি ও হেল্থ সেন্টারের আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহায়তায় গত ৩০ আগস্ট শুক্রবার বেলা ১১টায়, বন্যার পানিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু, নারী, বয়স্ক ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক, বকসি মুকিত-নূরুননেছা মেটারনিটি ও হেলথ্ সেন্টারের নির্বাহী পরিচালক বকসি ইকবাল আহমদ, জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক দুরুদ আহমেদ, উলুয়াইল মাদ্রাসার সভাপতি বকসি কাওছার রশিদ, দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রির্পোটার বকসি আক্তারুজ্জামান লিটন ও প্রমুখ। রোগীদের সেবা প্রদান করেন ডাঃ আব্দুর রহমান।