ফরিদপুর প্রতিনিধি : অবৈধভাবে দালাল সিন্ডিকেটের মাধ্যমে চুক্তিতে ইতালি যাওয়ায় উদ্দেশ্যে লিবিয়ায় অবস্থানকালে ফরিদপুরের দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১২ জন। নিহতদের পরিবারের অভিযোগ, তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও দালালের পরিবারের লোকজন বলছেন ওই ১৪ জনসহ তারাও মোট ১৬ জন অপহৃত হয়েছিলেন। অপহৃত থাকাবস্থায়ই মৃত্যু হয়েছে ওই দুইজনের।
নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের চটকদার প্রলোভনে পড়ে ১০ লাখ টাকার চুক্তিতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ১১ এপ্রিল লিবিয়ায় নিয়ে যাওয়া হয় ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ও নর্থ চ্যানেল ইউনিয়নের ১৪ যুবককে। ১৫ দিনের মধ্যে লিবিয়ায় পাঠিয়ে দেয়ার কথা থাকলেও তাদেরকে লিবিয়ায়ই রাখা হয় কয়েক মাস ধরে। ১৫-২০ দিন আগে আকষ্মিকভাবে পরিবারের সাথে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ফোন দিয়ে পরিবার ভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে দেয়া হয় হত্যার হুমকি।
তারা দাবী করেন, গত ১০ আগস্ট কানু মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. আজমত আলীর পুত্র মো. সোহাগ হোসাইনের এবং ১১ আগস্ট নতুন ডাঙ্গী গ্রামের মো. ইউনুস ব্যাপারীর পুত্র রিয়াজুল ইসলামের মৃত্যুর খবর আসে। তারা দু’জন জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছে বলে জানানো হলেও পরিবারের সদস্যরা তা মানতে নারাজ।
নিহত রিয়াজুলের মা মালেকা বেগম ও বোন রিক্তা বেগম জানান, মৃত্যুর পরে যে ছবি দেখানো হয়েছিলো তাতে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তাদের দাবী, নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে যুবকদ্বয়ের। তারা অন্তত লাশ ফেরত পাওয়ার দাবী জানিয়েছেন।
নিহত সোহাগের বাবা মো. আজমত আলী জানান, অতিরিক্ত টাকা না দেয়ায় হত্যা করা হয়ে থাকতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন।
এলাকাবাসী জানান, পূর্ব থেকে লিবিয়াতে থাকা শাহীদ হাসান ঝন্টুর মাধ্যমে একই এলাকার মো. রমজান মোল্লা লিবিয়ায় গিয়ে এলাকায় গড়ে তোলেন মানবপাচার সিন্ডিকেট। তারা এলাকার সাধারণ মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়াতে নিয়ে যান। পরে জিম্মি করে অর্থ আদায়ের সাথেও তাদের যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে বলে দাবী করেন। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সেই সাথে নিখোঁজদের সন্ধান চান তারা।
এদিকে মানবপাচারের অভিযোগ ওঠা রমজান মোল্লার ভাই সজীব মোল্লা (স্থানীয় এজেন্ট) জানান, এলাকার মানুষের পীড়াপীড়িতেই তাদের লিবিয়া নিয়েছিলো রজমান মোল্লা। কিন্তু লিবিয়ায় রমজান মোল্লা ও সাহীদ হাসান ঝন্টুসহ সকলেই (মোট ১৬ জন) অপহৃত হন। সেখানেই বদ্ধ ঘরে মৃত্যু হয় দুইজনের। তারা জানান, রমজান এবং সাহীদ হাসানও বর্তমানে আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আর অভিযোগ ওঠা সাহীদ হাসান ঝন্টুর ভাই মো. জাহিদ ব্যাপারী (স্থানীয় এজেন্ট) জানান, সাহীদ হাসান ঝন্টু কোনোকিছুর সাথেই সম্পৃক্ত নয়।