কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলসহ উত্তরাঞ্চলের আবহমান গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে সুপরিচিত আমাদের জাতীয় ফুল শাপলা। দিনাজপুরের কাহারোল তথা উত্তরাঞ্চলের ১৬টি জেলা থেকে দিনদিন আমাদের জাতীয় ফুল শাপলা হারিয়ে যাচ্ছে। এ অঞ্চলের খাল, বিল, ঝিল, পুকুর, নালা, হাওড়-বাওড়, ডোবাগুলোতে শরৎকালে ফুটত আমাদের জাতীয় ফুল শাপলা। অনেকেই মন্তব্য করে বলেন, আমরা ছোটবেলায় পুকুর, বিল, খাল, ডোবাগুলো থেকে শাপলা ফুলের গাছ ও ফুল তুলে বিভিন্ন ধরনের মালা তৈরী করে খেলা করতাম। কিন্তু এখন আর সেই ধরনের শখের খেলা খেলছে না ছোট ছেলেমেয়েরা। শাপলা ফুল পুকুর থেকে তুলে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা বিভিন্ন পূজা পার্বণ করলেও এখন আর সেই ফুল দিয়ে পূজা করতে চোখে পড়ে না। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা। অনেকেই আবার শাপলা ফুল সংগ্রহ করে হাট-বাজারে এবং শাপলা ফুলের চাউল ও খৈ বিক্রি করে সংসার চালাতো মৌসুম অনুযায়ী। কিন্তু সেই সব পরিবার-পরিজন এখন আর শাপলা ফুল না পেয়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছে। আমাদের দেশে সাদা এবং লাল দু-ধরনের শাপলা ফুল দেখা যায়। অনেকে মনে করেন, সরকারিভাবে এর উদ্যোগ নিলে অন্যান্য ফুলের পাশাপাশি শাপলা ফুলেরও চাষাবাদ করা সম্ভব হবে।