দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
গত সোমবার বেলা ১১টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর শহরের বালুবাড়িস্থ জেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুরের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুরের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত প্রশিক্ষণ প্রকল্প শংকর কুমার দাস।
এসময় অতিথিবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী- “দুষ্টের দমন আর সৃষ্টির লালন” সেই বাণীকে ধারন করতে হবে।
আলোচনা শেষে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন বীরগঞ্জের শিক্ষিকা শ্যামা ঘোষ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করা হয়।