ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় তিনটি ফার্ণিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান। ঘটনাটি ঘটেছে গত শনিবার ভোররাতে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোররাতে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে হারুন অর রশিদের ফার্ণিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পাশের নুরুল ইসলামের দোকানসহ গিয়াস উদ্দিনের ফার্ণিচারের দোকানটির আংশিক পুড়ে ছাই হয়ে যায়। খরব পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তাদের তিনটি দোকান পুড়ে গিয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তির ফার্ণিচারের দোকান থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। পরে পাশের আরো দু’টি দোকান পুড়ে যায়। তিনটি দোকানের ক্ষয়-ক্ষতির পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।