নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিশিকান্ত স্যারের ছোট ছেলে শ্রীরামপুর গ্রামের প্রনবেশ ভৌমিক ও তার পরিবারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলায় নিলখী অধ্যক্ষ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে (পূর্ব নিলখী ঈদগাহ মাঠের সাথে) সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। গত ২১ আগস্ট বুধবার সন্ধ্যার পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানায় তার বড় ভাই তাপস ভৌমিক। পরিবারের পক্ষ থেকে রেস্কিউ টিম এবং সেনাবাহিনীর সাথেও যোগাযোগ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফুলগাজী উপজেলায় হেলিকপ্টারের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানায় তারা।
এ ব্যাপারে নিশিকান্তের বড় ছেলে তাপস ভৌমিক জানায়, বুধবার সন্ধ্যার পর যখন তার সাথে কথা হয় তখন ২য় তলা বিশিষ্ট ভবনের একতলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এবং পানির প্রবল স্রোত। প্রনবেশ দ্বিতীয় তলায় থাকতো। তারপর থেকে এখন পর্যন্ত ছোট ভাইয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে তার বড় ছেলে পড়াশোনার কারণে ঢাকায় রয়েছে।
যদি নবীনগর থেকে রেসকিউ টিম বা কারো কোন আত্মীয়-স্বজন ওই এলাকায় থেকে থাকে, তাদের খোঁজ জানানোর আহ্বান জানিয়েছে তার বড় ভাই তাপস ভৌমিক।