জিএম সাফু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জে সম্প্রতি বন্যায় প্লাবিত অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন কমলগঞ্জের কৃতি সন্তান, বিএনপির কেন্দীয় সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী । গত ১৯ আগস্ট থেকে কমলগঞ্জের বিভিন্ন এলাকা অতিবৃষ্টি ও উজানি ঢলের কারণে বন্যায় প্লাবিত হওয়ার পর থেকেই বিএনপির স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে তিনি অব্যাহতভাবে বন্যার্তদের মধ্যে খাদ্যদ্রব্যাদিসহ অতি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
মোবাইল ফোনে তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে হাজী মুজিব জানান, আমি দীর্ঘ ১৫ বছর যাবত রাজনৈতিক কারণে এলাকার মানুষজনদের সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎ করতে পারিনি। এখন সুযোগ পেয়েছি তাই জাতি, ধর্ম, শ্রেণি, বর্ণ নির্বিশেষে সবার উন্নয়ন আমার লক্ষ্য। তিনি আরো জানান, কমলগঞ্জে প্রায় লক্ষাধিক মানুষ বিগত তিনদিন যাবত পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। আল্লাহপাক আমাকে সুযোগ দিয়েছেন তাই আমি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। যেখানে যা প্রয়োজন তা পাঠাতে সময় নেই না। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন, আমরা সবাই মিলে বানভাসি মানুষদের পাশে দাঁড়াই এবং যার যতটুকু সম্ভব তা দিয়েই সহযোগিতা অব্যাহত রাখি।