মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুরে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামের মৃত সরো শেখের পুত্র সহিদুল ইসলাম শেখ দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাকে বালু উত্তোলনে বাধা দিলে সে এলাকার প্রভাবশালী হওয়ায় কোন বাধা না মেনে নিয়মিতভাবে বালু উত্তোলন করে থাকে। বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের বারেক শেখের পুকুর হতে ড্রেজার মেশিন দিয়ে আল-আমিনের জমিতে কয়েকদিন যাবৎ অনুরূপভাবে বালু উত্তোলন করে আসছে।
গত শুক্রবার এলাকার লোকজন স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানালে সাংবাদিকরা মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ভূমি অফিসের লোক পাঠিয়ে মেশিন থেকে পাইপ খুলে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেন। উপজেলা সহকরীর কমিশনার (ভূমি) দ্রুত পদক্ষেপ নেয়ায় এলাকাবাসী তার উপর সন্তোষ প্রকাশ করেছেন।