জামালপুর প্রতিনিধি : গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে কৃষকদের স্বাবলম্বী করার জন্য কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় সরকার সারা দেশের ন্যায় জামালপুর জেলার ৭টি উপজেলায় কৃষিভিত্তিক ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করেছেন। এবার ব্রি হাইব্রিড-৮ ধান চাষের উদ্যোগ নিয়েছিলো। এ ধান চাষে বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ায় কৃষি অর্থনীতিতে চাঙ্গা ভাব জাগ্রত হয়েছে।
জানা যায়, সদর উপজেলা কৃষি সমৃদ্ধ এলাকা। সরকার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় কৃষি বিভাগের মাধ্যমে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া, রানাগাছা, সাহাবাজপুর, তিতপল্লাসহ আরো বেশ কয়েকটি এলাকায় ব্রি হাইব্রিড-৮ ধান চাষের উদ্যোগ নিয়েছিলো।
সরেজমিনে এ এলাকা ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা বলেন, ব্রি হাইব্রিড-৮ ধান চাষে বাম্পার ফলনসহ ব্যাপক সাফল্য পাওয়া গেছে।
এ সাফল্যের কারণ সম্পর্কে কৃষি বিভাগ জানান, এ ধান চাষে সেচ ও সার কম লাগে। তাছাড়া রোগ বালাই হয় না বললেই চলে। যার জন্যে ফলন বেশি হয়। কৃষি বিভাগ ব্রি হাইব্রিড-৮ ধান চাষ প্রকল্প মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে মহাদান, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, সাতপোয়া, ডাংধরা, পাররামপুর, হাতিবান্দা, বগারচর, বাট্রজোর, চিকাজানি, নাংলা, আদ্রাসহ আরো বেশ কয়েকটি এলাকায় ব্রি হাইব্রিড-৮ ধান চাষ করে ব্যাপক ফলন হয়েছে।
মহাদান গ্রামের কৃষক আবুল ও ডাংধরা গ্রামের কৃষক সাত্তার জানান, ব্রি হাইব্রিড-৮ নতুন প্রজাতির ধান। কৃষি বিভাগের পরামর্শে এ ধান চাষে এতোই ফলন হয়েছে যা অন্যান্য জাতের চেয়ে বেশি। তারা আরো বলেন, কৃষকবান্ধব সরকার কৃষকদের স্বাবলম্বী করার জন্য ধানের উচ্চ ফলনশীল নতুন জাত বের করছেন। বি হাইব্রিড-৮ ধান চাষ করে বাম্পার ফলন পেয়ে অধিকাংশ কৃষক স্বচ্ছলতার মুখ দেখেছেন। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।