বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার অপসারণ দাবী করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার অপসারণ দাবী করে আগৈলঝাড়া উপজেলা (গৈলা) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খুলনা-গোপালগঞ্জ-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই ঘন্টাব্যাপী বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে প্রায় দুই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীরা। এসময় ডা. বখতিয়ার আল মামুনের অপসারণ চেয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় তারা।
এসময় খুলনা, গোপালগঞ্জ, বরিশাল থেকে ছেড়ে আসা দুইদিকের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুইপাশে দুই শতাধিক গাড়ি আটকা পড়ে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদ জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ডা. বখতিয়ার আল মামুনকে অপসারণের আশ্বাস দেওয়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হিমেল তালুকদার, নাজমুল ইসলাম জনি, মাহাবুব হাওলাদার, ইমরান সরদার, লামিয়া আক্তার, মারুফা আক্তার, প্রলয় কর্মকারসহ প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীরা গত ১৮ আগস্ট ডা. বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা সিভিল সার্জনের কাছে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্মারকলিপি পেশ করেন। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে গত মঙ্গলবার তারা এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন।