বিনোদন ডেস্ক
‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’- এর মতো মেগাহিট সিনেমা উপহার দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই মুুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে ‘দরদ’। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।
তবে এই নায়কের নতুন খবর হলো, তার ‘বরবাদ’ সিনেমার শুটিং পিছিয়েছে। এ সিনেমা দিয়ে শাকিব-ইধিকা জুটি আবারও পর্দায় ফিরবে। ফলে দুই বাংলাতেই সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই। তবে দুই তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, আন্দোলনের কারণে ছবিটির শুটিং শুরু করতে পারছে না এর টিম।
আপাতত ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে পূর্বাভাস এই, ‘বরবাদ’ ইউনিট সহসা নামছে না শুটিং লোকেশনে।
সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা। অনুমান করা যায়, শাকিব খান এই নির্মাতাকে নিয়ে বাজি ধরেছেন।
‘তুফান’ মুক্তির পরই জানা যায়, আগস্ট বা সেপ্টেম্বরের মাসে শুটিং শুরু হবে ‘বরবাদ’র। কিন্তু সাম্প্রতিক আলাপে জানা গেছে, দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। ঠিক কবে শুটিং শুরু হবে, নির্মাতাই তা নিশ্চিত করে জানাতে পারছেন না। কারণ, আন্দোলনের চাপে সব পরিকল্পনাই বরবাদ হয়ে গেছে।
‘বরবাদ’ শুটিং হচ্ছে কবে, এমন প্রশ্নের জবাবে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানান, ‘এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।’
জানা গেছে, ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামবেন শাকিব। বিশ্রাম নিয়েই ছুটবেন কলকাতায়। ‘দরদ’ মুক্তির প্রচারণায় যুক্ত হবেন। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানির অন্যতম পরিচালক হিসেবে টিমের সঙ্গে থাকবেন শাকিব।