স্পোর্টস ডেস্ক
প্রথম বলে ব্যাটের বাইরের কানায় লেগে বাউন্ডারি পেলেন সাকিব আল হাসান। এক বল পর ভেতরের কানায় লেগে এলো আরেকটি চার। তবে সৌভাগ্যের ভেলায় বেশি এগোতে পারলেন না তিনি। পরে বল হাতেও মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খরুচে দিন কাটালেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। এমএলসির দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। প্রায় দেড় যুগের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ২৪তম দল এটি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে অভিষেক ম্যাচটি অবশ্য পারফরম্যান্স দিয়ে রাঙাতে পারেননি তিনি। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে তাকে পুরো ৪ ওভার করাননি সুনিল নারাইন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিবের খরচ ৩২ রান। জেসন রয় ও নারাইন অল্পেই ড্রেসিং রুমে ফিরলে তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব। জিয়া-উল-হাকের শর্ট ডেলিভারি কাট করার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে পান বাউন্ডারি। জিয়ার পরের ওভারে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় আগেই ব্যাট চালিয়ে ফেলেন সাকিব। এবার ভেতরের কানায় লেগে ফাইন দিয়ে আসে চার রান। পরে জেরাল্ড কুটসিয়ার শর্ট বলে হুক করে তৃতীয় বাউন্ডারি মারেন সাকিব। সপ্তম ওভারে তার বিদায়ঘণ্টা বাজান অ্যারন হার্ডি। অফ স্টাম্পের বাইরে লেংথ বল লং অফ দিয়ে খেলার চেষ্টায় টাইমিং হয়নি সাকিবের। মিড অফে সহজ ক্যাচ নেন ফাফ দু প্লেসি। পরে পাওয়ার প্লে শেষ হলে সাকিবকে আক্রমণে আনেন নারাইন। প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও একটি ওয়াইডসহ ১০ রান দেন সাকিব। পরের ওভারে তার বল ছক্কায় ওড়ান হার্ডি। জবাব দিতে অবশ্য সময় নেননি সাকিব। এক বল পর অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি কাট করার চেষ্টায় কট বিহাইন্ড হন হার্ডি। একাদশ ওভারে সাকিবের পরপর দুই বলে ছক্কা ও চার মারেন ডেভন কনওয়ে। বাকি চার বল থেকে আসে চার রান। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৪ রান ছাড়া ব্যাটে-বলে স্বরূপে দেখা যায়নি সাকিবকে। এমএলসি অভিষেকেও তেমন ভালো করতে পারলেন না ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। সাকিবের বিবর্ণ দিনে অবশ্য ১২ রানে জিতেছে লস অ্যাঞ্জেলস। উন্মুখত চাঁদের ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৬৮ রানের সৌজন্যে ৭ উইকেটে ১৬২ রান করে তারা। পরে আলি খান ৩৩ রানে ৪ উইকেট নিলে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস।