বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী মামলা থেকে জামিন নিয়েই মামলার বাদিকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামে। ভুক্তভোগী মামলার বাদি মোঃ গামা মোল্লা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের মৃত হোসেন আলী মোল্লার ছেলে। অভিযুক্ত সাজাপ্রাপ্ত মামলার আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখ একই উপজেলার কচুড়িয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী মামলার বাদি মোঃ গামা মোল্লা বলেন, অবৈধভাবে আমার মৎস্য ঘের থেকে মাছ ধরা ও হুমকিকে কেন্দ্র করে ২০২৩ সালে পেনাল কোড ৫০৬ ধারায় মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকে তারা আমি ও আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল। গত ২৯ মে উক্ত মামলায় মামলার আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখকে ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত ২৪ জুন প্রত্যেক আসামী ১ মাসের মধ্যে উচ্চ আদালতে জামিনের শর্তে ১ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে। জামিনের পর থেকেই তারা একের পর এক হুমকি দিয়ে আসছে। তারা আমাকে সামনে পেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আসামী মোঃ হান্নান মোল্লা, মোঃ হাবুল শেখ ও তাদের লোকদের ভয়ে ঠিকভাবে এলাকায় থাকতে পারছি না।
ভুক্তভোগী আরো জানান, আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একাধিক ব্যক্তির ৫টি অভিযোগ ও সাধারণ ডায়রী রয়েছে। তারা পরসম্পদ লোভী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ ও ভয়-ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেনর দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ হান্নান মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কাউকে এলাকা ছাড়া করিনি বরং গামা মোল্লা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মোঃ হান্নান মোল্লার বিরুদ্ধে পূর্বে থানায় অভিযোগ করা হয়েছিল। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।