কাজী পাপড়ী, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার জলাবদ্ধতা ও অনাবাদি পতিত জমিতে ফসল উৎপাদন কর্মসূচির মাঠ দিবস ও ভাসমান বেডে সবজি চাষে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৩০ জুন রবিবার বিকালে উজানী বি.কে.বি ইউনিয়ন ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে মুকসুদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক সম্মাননা পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন, গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাঁকন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাঃ জহিরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ, মনিটরিং অফিসার মুহাঃ মনিরুজ্জামান, কর্মসূচি পরিচালক বিবেকানন্দ হীরা, মনিটরিং অফিসার মোল্লা আল মামুন, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শ্যামল কান্তি বোস ও উজানী বিকেএবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ভাসমান সবজি চাষের উপকারিতা, অর্থনৈতিক দিক, স্থানীয় সম্পদ কচুরিপানা ব্যবহার করে বর্ষা মৌসুমে ভাসমান বেডে সবজি চাষ, পতিত জমির সদ্ব্যবহার, নিরাপদ সবজি উৎপাদন এবং মাশরুম চাষে আগ্রহী করতে মাশরুম চাষের কলাকৌশল নিয়ে কৃষকদের সাথে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বহুগ্রাম ইউনিয়নের পলাশ মজুমদার, মোচনা ইউনিয়নের প্রভাস রায় ও উজানী ইউনিয়নের শংকর মন্ডলকে কৃষক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।