কুড়িগ্রাম প্রতিনিধি : উত্তরের জেলা কুড়িগ্রামে আগাম বন্যা ও নদীভাঙনে ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকার। ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই হাজার ৯৪৮ জন কৃষক। এর মধ্যে সবজি চাষি রয়েছেন এক হাজার ৫০০ জন। কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বন্যা ও নদীভাঙনকে এককথায় বলছে দুর্যোগ।
গত বুধবার তাদের করা ‘প্রাকৃতিক দুর্যোগ দমকা হাওয়া ও অতিবৃষ্টির কারণে মাঠে দন্ডায়মান ফসলের ক্ষয়-ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
প্রতিবেদন বলছে, ৯ উপজেলায় মোট ফসলি জমির পরিমাণ ৩২ হাজার ৯৬৮ হেক্টর। এর মধ্যে দুর্যোগে আক্রান্ত জমির পরিমাণ এক হাজার ৩২০ হেক্টর। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২৬৮.০৪ হেক্টর। এসব জমির মধ্যে রোপা আমন বীজতলা, পাট, আউশ, শাক-সবজি, মরিচ, তিল, চিনাবাদাম, কাউন, কলা, আখসহ বিভিন্ন ফসল ছিল।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই ক্ষয়-ক্ষতিতে চিন্তার কোনো কারণ নেই, এটা পুষিয়ে নেওয়া সম্ভব।
অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্যোগের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া সম্ভব। খাদ্যসংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। জেলায় খাদ্য উদ্বৃত্ত রয়েছে।
প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটল ও করলার ক্ষেত। মোট শাক-সবজির ক্ষতি হয়েছে ৫৩ হেক্টর জমির, যার আর্থিক ক্ষতি প্রায় ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। আউশ ধানের ক্ষতি হয়েছে ১০০ হেক্টর জমির। এতে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার। এরপরেই ক্ষতিগ্রস্তের তালিকায় আছে মরিচের ক্ষেত। জেলায় মোট ৩৮.৫ হেক্টর জমির মরিচ নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার।
দুর্যোগের কারণে জেলায় ১ হাজার ৩২০ মেট্রিক টন ফসলের উৎপাদন কমবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মোট ফসলি জমির ওপর ক্ষতির হার ৪.৩৮৭ শতাংশ।
নদী রক্ষা বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ বলেন, এবারের বন্যা অবহেলাজনিত। আর যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। এসব জায়গায় অনেকেই একাধিকবার ফসল লাগিয়ে ক্ষতির মুখে পড়েছে। তিনি আরো বলেন, এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন নদীর পাড়ের স্থায়ী সমাধান। দুর্যোগকালে জিও ব্যাগ কোনো সমাধান দেবে না। প্রয়োজন ব্লক বাঁধ তৈরি করা।
এবারের আগাম বন্যায় জেলার সব উপজেলায় প্রভাব পড়লেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজারহাট, রৌমারী ও চিলমারী উপজেলা। তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি একাধিকবার বিপদসীমার ওপরে উঠেছিল।