নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, উফশী জাতের আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় চাষাবাদের কলাকৌশল এবং পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পাট বীজ, উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইসরাত জাহান শিলু, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুর রউফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফয়েজুর রহমান প্রধান এবং উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ। এসময় উপজেলার ১৪০ জন কৃষকের মাঝে পাট বীজ ও ৩০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।