বিনোদন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার অভিনীত আলোচিত সিনেমা ‘পরাণ’। তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এটি মুক্তি পায় ২০২২ সালের ১০ জুলাই। দর্শক চাহিদার কথা ভেবে সিনেমাটি আবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। গত শুক্রবার থেকে ‘পরাণ’ চলছে স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে।
মিমের কথায়, ‘খবরটি “পরাণ” টিমের জন্য সুখবর। সেসময় যারা ছবিটি দেখার সময় পাননি, তারা এখন দেখতে পারবেন। তখন যারা মিস করেছেন, এখন তারা সুযোগটি কাজে লাগাতে পারেন। “পরাণ”র প্রতি দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকুকু- এটাই চাওয়া।’
মিমের নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। সিনেমাটি কবে মুক্তি পাবে জানতে চাইলে মিম বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনভিত্তিক সিনেমা এটি। খুব পছন্দের একটি চরিত্রে কাজ করেছি। যতটুকু জেনেছি, চলতি বছরই ছবিটি মুক্তি পাবে। এটি মুক্তি পেলে, ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ হবে।’ এর মধ্যে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কি-না জানতে চাইলে মিম বলেন, ‘নতুন ছবির বিষয়ে কথা চলছে। হাতে ক’টি স্ক্রিপ্টও আছে। ক্যারিয়ারের এই সময়ে এসে ভিন্ন ভিন্ন চরিত্রে ও গল্পে নিজেকে দেখতে চাই। সেজন্য হয়তো একটু সময় লেগে যায়। তারপরও ভালো কাজের সঙ্গেই থাকতে চাই। আশা করি, খুব শিগগিরই আপনাদের সুখবর দেব।’