নিজস্ব প্রতিবেদক
“বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” -এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। এই উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় হতে একটি র্যালী বের হয়। র্যালিটি পতাকা ৭১ পর্যন্ত ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা মুখ্য পরিদর্শক মোঃ এনায়েত হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম। এছাড়াও জেলার পাট অধিদপ্তরের উপজেলা কর্মকর্তাগণ ও জেলা পাট উৎপাদনকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।