আন্তর্জাতিক ডেস্ক
শীর্ষ রুশ কমান্ডার সের্গেই কোবিলাশ ও ভিক্টর সোকোলভের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনীয় বৈদ্যুতিক অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত থাকার দায়ে তাদের উপর এই পরোয়ানা জারি করা হয়েছে।
আইসিসি বলছে, ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিডে হামলার কারণে বেসামরিক ক্ষয়-ক্ষতি হয়েছে, লাখ লাখ মানুষ বিদ্যুৎ-পানি ছাড়া জীবনযাপন করেছে। খবর আল জাজিরা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যেসব রুশ কমান্ডার ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর বিরুদ্ধে হামলার নির্দেশ দেয়, তাদের অবশ্যই জানা উচিত তাদের জবাবদিহি করা হবে।
গত বছরের মার্চে আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের সঙ্গে সম্পর্কিত যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোভাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে।