জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাপক আকারে বিষমুক্ত বাঁধাকপি চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। ফলে গ্রামীণ অর্থনীতিতেবেশ চাঙ্গা ভাব ফিরে এসেছে।
জানা যায়, সদর উপজেলাধীন ইটাইল, চরগজারিয়া, সাহেবেরচর ও কাজিয়ার চরে বিষমুক্ত বাঁধাকপি চাষ হয়েছে। বিষমুক্ত বাঁধাকপি চাষের পেছনে জেলা কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করায় বাঁধাকপিতে কোন পোকামাকড় রোগ বালাই আক্রমণ করতে পারেনি। সম্পূর্ণ জৈব সারের উপর নির্ভর করে বাঁধাকপি চাষ হয়েছে। ফলন বাম্পার হওয়ায় ক্রেতা সাধারণের আগ্রহ ব্যাপক।
কৃষক হাফেজ, নজরুল বলেন, বিষমুক্ত বাঁধাকপি বাজারে নেয়া মাত্রই বিক্রি হয়ে যায়। এমনকি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। সকাল হওয়া মাত্রই নান্দিনা বাজার, নরুন্দী বাজার এলাকায় সারি সারি ট্রাক অবস্থান করে থাকে।
কাদের নামে একজন সবজি ব্যবসায়ী জানান, এ অঞ্চলের বাঁধাকপি বিষমুক্ত হওয়ায় ঢাকার বাজারে এর ব্যাপক চাহিদা।
বিষমুক্ত বাঁধাকপির চাষ সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ উপজেলায় ছড়িয়ে দিয়েছে। এছাড়া সরিষাবাড়ী উপজেলায় এর চাষাবাদ ব্যাপক আকার ধারন করেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভাটারা মহাদান, কামরাবাদ, মেরুরচরসহ আরো বেশ কয়েকটি এলাকায় বিষমুক্ত বাঁধাকপি চাষের জন্যে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ দেয়া ও জৈব সারের প্রয়োগ বিধি সম্পর্কে অবগত করা হয়েছে। ফলে বিগত মৌসুমের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। তাছাড়া বিষমুক্ত হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে বিষমুক্ত বাঁধাকপির চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।