জামালপুর প্রতিনিধি : সবুজ বিপ্লবের জেলা জামালপুর। জামালপুর জেলা মূলত কৃষি নির্ভরশীল এলাকা। জেলার ৭টি উপজেলার চরাঞ্চলগুলোতে তৈলবীজ সূর্যমুখী চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। জেলা কৃষি বিভাগ একটু নজর দিলেই সূর্যমুখী চাষের বিপ্লব ঘটে যেতে পারে।
সরেজমিনে সদর উপজেলার লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর তুলশীরচর সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা ও জানা গেছে, এসব চরের কৃষকেরা সূর্যমুখী চাষ করতে ইচ্ছুক।
কৃষক হাসেম (৪০) জানান, স্থানীয় কৃষি বিভাগ উন্নত বীজ সরবরাহ ও নানাবিধ পরামর্শ দিলে কৃষকরা সূর্যমুখী চাষ করবে।
কৃষি বিভাগ জানান, সূর্যমুখী চাষের জন্য মাঠপর্যায়ে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে সূর্যমুখীর চাষ বৃদ্ধি পাবে।
এছাড়া মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় সূর্যমুখী চাষের অপার সম্ভবনা রয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এসব উপজেলার মাটি বেলে দোআঁশ। সাধারণত বেলে দোআঁশ মাটিতে সূর্যমুখী চাষ ভালো হয়। কৃষি বিভাগ হতে কিছু এলাকা বেছে নিয়ে সূর্যমুখী চাষ সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হবে।