কুড়িগ্রাম প্রতিনিধি : এক সময়ের খরস্রোতা ধরলা নদী এখন নাব্য সংকটে ভুগছে । বর্ষা মৌসুম শেষ হতেই নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় চর । আঁকাবাঁকা পথে সামান্য পানি নিয়েই প্রবাহিত হচ্ছে নদী। তবে নাব্য ফেরাতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড । ২৬৩ কোটি টাকা ব্যয়ে খনন করা হচ্ছে ধরলা নদী ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নদী খনন শেষ হলে সোজা পথে প্রবাহিত হওয়ার পাশাপাশি সারা বছর পানি থাকবে । এতে নদীর জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি ভাঙন এবং বন্যার প্রবণতাও কমে আসবে ।
ধরলা নদীপাড়ের বাসিন্দারা জানান, নদীর গভীরতা কমে যাওয়ায় বর্ষা এলেই সৃষ্ট বন্যায় দুর্ভোগ বাড়ে তাদের । আবার ক্ষতি হয় ফসলেরও । ধরলা নদী খননকাজের উদ্বোধন হওয়ায় স্বস্তিতে রয়েছে দুই পাড়ের হাজার হাজার পরিবার । নদী খনন হলে কমে আসবে ভাঙনের ক্ষয়ক্ষতি ও বন্যার প্রবণতা । দ্রুত খননকাজ শুরু ও শেষ করার দাবি তাদের।
এদিকে চলমান প্রকল্পে তীররক্ষা বাঁধের ক্ষতি না করে নদী খননের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড । কাজ শুরুতে একটু বিলম্ব হলেও সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বণিক বার্তাকে বলেন, ‘নদী খনন হলে সোজা পথে প্রবাহিত হওয়ার পাশাপাশি সারা বছর পানিপ্রবাহ থাকবে। পানি থাকলে নদী এলাকার জীববৈচিত্র্য রক্ষা হবে । নদীভাঙন এবং বন্যার প্রভাবও কমে আসবে । কেননা নদীর গভীরতা বৃদ্ধি পেলে নির্দিষ্ট পথে পানি দ্রুত নেমে যাবে।’
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সমীর চন্দ্র পাল বণিক বার্তাকে বলেন, ‘সীমান্ত নদী ধরলা ভারতের কোচবিহার থেকে বাংলাদেশের লালমনিরহাটের মোগলহাট হয়ে কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে । বাংলাদেশ অংশে ৬০ কিলোমিটার দীর্ঘ নদীটি কুড়িগ্রামে পড়েছে ৫০ কিলোমিটার । পুরো নদীতেই খননকাজ করা হবে । নদীর মাঝ বরাবর ৭০ মিটার প্রস্থে ও আড়াই মিটার গভীরে খনন করা হবে । নদী খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬৩ কোটি টাকা ।’
পুরনো ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদী খননকাজ গত ১৪ নভেম্বর উদ্বোধন করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের আমির হোসেন বলেন, ‘ধরলা নদী আমার বাড়ি ১২ বার ভেঙেছে । আগে নদী গভীর ছিল। সে গভীরতা দিয়েই পানি যেত । কিন্তু গত ১৫-২০ বছর নদীতে পানি থাকে না । তলদেশ ভরাট হয়ে গেছে । ফলে শুকনো মৌসুমে পানি থাকছে না। বর্ষায় দুই কূল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় ।’
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চর সারডোবের মজিবর রহমান বলেন, ‘নদী খননকাজ শেষ হলে বর্ষা ও উজানের পানি নির্দিষ্ট পথে দ্রুত নেমে যাবে । ফলে বারবার ভাঙন ও বন্যার কবলে পড়তে হবে না আমাদের । নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে পারব আগের মতো।