বাগেরহাট প্রতিনিধি : আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে বাগেরহাট সিভিল সার্জন অফিস মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন এতে প্রধান অতিথি ছিলেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির সভাপতিত্বে মেডিকেল অফিসার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ জেলায় কর্মকর্তা প্রেস ও মিডিয়া কর্মীরা এতে অংশ নেন। সভায় সিভিল সার্জন সাংবাদিকদের ব্রিফ করেন, তিনি জানান এই কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী মোট ২০ হাজার ৬ শত ৭৯ জনকে নীল রং এর ক্যাপসল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী মোট ১ লক্ষ ৪৯ হাজার ৭ শত ২১ জনকে লাল রং এর ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় মোট ১ হাজার ৮ শত ৫৮ টি কেন্দ্রে সেচ্ছাসেবক, সুপার ভাইজার ও স্বাস্থ্য কর্মী মোট ৪ হাজার ৬ শত ৪০ জন কর্মী কাজ করবেন। সিভিল সার্জন অফিস এর আয়োজন করে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
by Newseditor
by Newseditor