গৌরীপুর ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে স্বাউটস এর চারদিন ব্যাপী ৪ র্থ স্কাউটস ক্যাম্পরীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৪ ডিসেম্বর বিকাল ৫ টায় গৌরীপুর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্বাউটস এর জাতীয় কমিশনার (গভেষনা ও মূল্যায়ন) মোঃ রেজাউল করিম ৪ দিন ব্যাপি এ ক্যাব ক্যাম্পরীর উদ্বোধন করেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাউটস এর সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও স্কাউটার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ক্যাম্পারীর চীপ অঞ্জুমান আরা বেগম, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আমজাত হোসেন, ক্যাম্পরীর চীপ (প্রশাসন)এস এন এমরান সোহেল, এএলটি ক্যাম্পরীর চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী, এ এল টি উপজেলা স্কাউটস সম্পাদক ও প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী দেওয়ান কামরুল হাসান কামাল। গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা কাব লিডার ও প্রধান সমন্বয়কারী নযন কুমার দাস প্রমুখ।
ক্যাম্পরীর চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী জানান গৌরীপুর উপজেলার ৪ র্থ কাব ক্যাম্পরী মেইন এ্যারিনা পদ্মা সেতু। সাব ক্যাম্প-১ কর্ণফুলী টানেল, সাব ক্যাম্প-২ মেট্রোরেল করণ করা হয়েছে। উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৪ জন কাব ও শিক্ষক এ ক্যাম্পরীতে অংশ গ্রহন করেন।