রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ : “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৩২ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ ইং উপলক্ষে আলোচনা সভা ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক র্যাালী বের হয়। পরে উপজেলা হলরুমে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্য উপজেলা সমাজসেবা অফিসার এ.কে.এম মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজু, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প’র ব্যবস্থাপক আতাউর রহমান, পৌরসভার মহিলা কমিশনার রোখসানা রুপা সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ অংশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৬০টি সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।