কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ঘূর্নিঝড় মিধিলির তান্ডবে গভীর সাগরে ডুবে যাওয়া কুয়াকাটার এফবি রহমাতুল্লাহ ট্রলারের ৭ জেলে নিখোজের ১৩ দিন পর উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি মাছধরা ট্রলার তাদের কুয়াকাটায় নিয়ে আসেন। তবে এখনো নিখোজ রয়েছে রাঙ্গাবালী উপজেলার ৩ ট্রলার সহ ২৫ জেলে। এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত ১৭ নভেম্বর ঘূর্নিঝড় মিধিলিতে কলাপাড়া ও রাঙ্গাবালীর ৪ টি ট্রলার সহ ৩২ জেলে নিখোজ হয়। বঙ্গোপসাগরে ৪ দিন বিভিন্ন উপকরনের উপর ভাসার পর ৩০ বাম এলাকা থেকে ভোলার ১ টি ট্রলার কলাপাড়ার ৭ জেলেকে উদ্ধার করে। বর্তমানে এ সকল জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরায় জেলেদের ঘাটে পৌছাতে দেরি হয়েছে এমনটাই জানিয়েছেন উদ্ধারকারী ট্রলারের মাঝি মাল্লারা। নিখোজ ৩ ট্রলারসহ ২৫ জেলেকে খুজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।