নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের কান্দা পাড়ায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সুলতান মিয়ার ছেলে জয়নাল (৩৮) ও সেজত মিয়ার ছেলে সেন্টুর (৪০) বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। দুটো ঘরে নগদ টাকা, স্বর্ণালংকার ও ফার্নিচার পুড়ে যায়। প্রথমে আশেপাশের মানুষ, পরে মসজিদে মাইকে ঘোষণার খবর পেয়ে গ্রামের উঠতি বয়সের ছেলে, মহিলাসহ সকলে পানি, বালু দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, যদি রাস্তা প্রশস্ত হতো ও গ্রামের ব্রীজে গাড়ি চলাচলের সুযোগ থাকতো আমরা আরো দ্রুত আসতে পারতাম এবং এই পরিবারের ক্ষয়-ক্ষতি এতটা হতো না।