যশোর প্রতিনিধি : গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর নজিরবিহীন হামলায় বিভিন্ন মিডিয়ার অনন্ত ২৭ জন সংবাদকর্মী আহত হয়েছেন। যার প্রতিবাদে যশোরে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর নেতৃত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা কোনভাবেই কাম্য নয়। সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।