যশোর প্রতিনিধি : যশোরের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তারপরও চড়া দামেই বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০-৭০০ টাকা না হলে বাজারের ব্যাগ ভরছে না। ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রীষ্ম ও আগাম শীতকালীন সবজি মিলিয়ে যশোর জেলায় ১৮ হাজার হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। বৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, তার সঠিক পরিসংখ্যান কৃষি বিভাগের কাছে না থাকলেও উৎপাদন যে ব্যাহত হয়েছে, সেটি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
যশোরের তিনটি বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টি ছাড়াও নানা দোহাই দিয়ে বাড়তি দাম হাঁকা হচ্ছে সবজির। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। শীতকালীন সবজির মধ্যে শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া ফুলকপি ১০০, গাজর ১২০, টমেটো ১০০, বাঁধাকপি ও মূলা ৬০, উচ্ছে ৮০, করলা ৬০, বেগুন ও মেটে আলু ১০০, কচুরমুখি ৯০, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৪০, ঝিঙে ও কচুরলতি ৬০, ঢেঁড়স ৭০, কাঁচকলা, চিচিঙ্গা, পটল ও লাউ ৫০, বরবটি ৭০, কাঁকরোল এবং ওলকপি ৮০, শসা ৫০ থেকে ৬০ এবং চাল কুমড়া ও পেঁপে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতা ফারুক বলেন, টানা বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। সবজি পচে যাচ্ছে। তাই দাম একটু বেড়েছে।
জেলা কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, যশোরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সবজির খুব বেশি ক্ষতি হওয়ার কথা না। তবে এ অবস্থায় উৎপাদন কিছুটা কমতে পারে। তাতে দাম এত চড়া হতে পারে না।
জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গ্রীষ্মকালীন সবজি শেষের দিকে। শীতকালীন সবজি আসছে বাজারে। এ কারণে দাম একটু বেশি।