নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি মুন্সীগঞ্জ সদর) মোঃ নাজমুল হুদা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান সোহেল এবং উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ লতিফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসরাত জাহান শিলু এবং উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ। সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে সরিষা, খেসারি, গম, ভুট্টা, মুগ, চীনাবাদাম, সূর্যমুখী এবং শীতকালীন পেঁয়াজ বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে।