কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী মোঃ ইসমাইল (২১)কে আটক করেছে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প। গত বুধবার বিকেলে তাকে মৌলভীবাজার জেলার শমসের নগর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামী ইসমাইল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মির্জানগর সিংরইল এলাকার সোহরাব মিয়ার পুত্র।
র্যাবের প্রেস রিলিজ থেকে জানা গেছে, চলতি বছরের ১৬ মে বিকাল ৪টার দিকে ভিকটিম মাদ্রাসা ছাত্রী ছুটি শেষে বাড়িতে ফেরার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ এলাকা থেকে আটককৃত ইসমাইল তার সঙ্গীদের নিয়ে তাকে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা রুজু হওয়ার পর আটককৃত আসামী ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প আসামীদের উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে তাদের অবস্থান নিশ্চিত করে। এরই ফলশ্রুতিতে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ প্রচেষ্টায় গত বুধবার পৌনে চারটার দিকে ভিকটিমসহ প্রধান আসামী ইসমাইলকে আটক করতে সক্ষম হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।