গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : টানা একদিনের ভারী বর্ষণে গৌরীপুর উপজেলার শুধু মৎস্যখাতেই ক্ষতি হয়েছে ২৭৪ কোটি টাকা। সার্বিক হিসাব নিকাশ শেষে গত শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। এছাড়া চৌদ্দশত হেক্টর ফসলি জমি ও একশত হেক্টর সবজি চাষের জমি নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত মানুষ এখনও পানিবন্দী হয়ে অবর্ণনীয় কষ্ট করছে। অনেকের বাড়ি-ঘরে পানি এবং বাড়ির চারপাশে পানি থৈ থৈ করছে।
জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে টানা ১৮ ঘন্টা একটানা ভারী বর্ষণের ফলে গৌরীপুর উপজেলার হাজার হাজার মৎস্য চাষীর খামার ডুবে যায়। ডুবে গেছে আমন ফসল, সবজি বাগান। নদীনালা ডুবে লোকালয়ে পানি ঢুকে গেছে। গ্রামীণ পাকা, আধাপাকা রাস্তাগুলো পানির তলে ডুবে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্যচাষীদের।
গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের তাত্রাকান্দা গ্রামের শাহীন মিয়া জানান, তাদের দুইটি পুকুরের মাছ ভেসে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
একই গ্রামের তানভির মিয়ার ২টি, সাইদুর মেম্বারের ৩টি, বাদশা মিয়ার ৩টি, নাজমুলের ২টি, ইব্রাহীমের ৩টি, সুলতান মিয়ার ১টিসহ প্রায় ২ থেকে ৩শত পুকুরের মাছ ভেসে গেছে।
বোকাই নগর ইউনিয়নের ফুলহর গ্রামের গণি মৎস্য হ্যাচারীর মালিক অজিজুল হক জানান, তার ১০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে তার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ জানান, বাড়ির পাশে দুইটি পুকুরে ৪ লক্ষ শিং মাছ চাষ করেছিলেন। এ মাসেই বিক্রয় করার কথা ছিল,। একদিনের বৃষ্টিতেই পুকুর ডুবে মাছ সব ভেসে গেছে। প্রায় ২৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।
ঘোষপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার ১৪টি পুকুরের মাছ ভেসে গেছে। আমার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
এদিকে ভারী বর্ষণের ফলে উপজেলার বেশিরভাগ মৎস্য খামার ডুবে যাওয়ায় মুক্ত জলাশয়ে মাছ বের হবার পর এক শ্রেণির মৎস্য শিকারী খাল-বিল, নদী-নালায় কারেন্ট জাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাল দিয়ে এসব মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ছে। তাছাড়া শ্যামগঞ্জ বাজারে ভোর থেকে লাইন ধরে জাল বিক্রি করছে ব্যবসায়ীরা। এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ উঠে আসছে।
গৌরীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উপজেলার মোট পুকুরের সংখ্য ৯ হাজার ৪০৩টি। একদিনের ভারী বর্ষণের ফলে ৭০ ভাগ পুকুর ডুবে গেছে। এছাড়া উপজেলায় ৫৭টি হ্যাচারি রয়েছে। তাদের পুকুর ডুবে সব মাছ বের হয়ে গেছে। এতে চাষীরা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে অনেক পুকুর ডুবে গেছে। ফসলি জমি ও সবজি বাগান নষ্ট হয়েছে। আমরা শুক্রবার ও শনিবার দুপুর পর্যন্ত একটি প্রাথমিক জরিপ করেছি। এতে দেখা গেছে, ২৭৪ কোটি টাকার মাছ, ১৪শত হেক্টর ফসলি জমি ও একশত হেক্টর সবজি চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।