বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে পিপিআর রোগের গণটিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গণি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, সারা দেশব্যাপী গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়নে একযোগে এই গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।