কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২টি হত্যা মামলার আলাদাভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ওয়াসিম রেজা (৪৩) গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাত ২টার সময় মাদারীপুর জেলার শিবচর থানার চর দত্তপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানায় ২০০৯ সালের ২৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের হয়, যার নং-১৩। এ মামলায় আদালত মোঃ ওয়াসিম রেজাকে যাবজ্জীবন সাজা ও পঁচিশ হাজার টাকা অর্থদন্ড করে রায় দেন। অপরদিকে দৌলতপুর থানায় ২০০৯ সালের ২ ডিসেম্বর একটি হত্যা মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা এবং পঁচিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। এছাড়া কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০১৯ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, যার নং-৩। এ মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। এরপর থেকে মোঃ ওয়াসিম রেজা পলাতক হয়ে আত্মগোপনে চলে যায়। এরই প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর থানার চর দত্তপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় মোঃ ওয়াসিম রেজা গ্রেপ্তার হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।