মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি : প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। আয়ের তুলনায় ব্যয় হচ্ছে দ্বিগুণ হওয়ায় মাস শেষে হিসেব কষে যোগফল দেখা যায় শূন্য। এভাবেই হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দিনমজুর শ্রমিকরা।
দেখা যায়, সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকায় বিভিন্ন ধর্মের লোকজনের বসবাস। এখানকার প্রায় (৯০) ভাগ মানুষ কৃষি থেকে শুরু করে বিভিন্ন পেশায় কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করেন। যার সারাদিন এ-র বেতন (মজুরি) ৪০০/৫০০ টাকা। এর উপরে নির্ভর করে তাদের পুরো সংসার। তাই জীবন বাঁচানোর তাগিদে থেমে নেই এদের জীবন যুদ্ধ। দেখা যায়, প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম, এখানে বর্তমান বাজারের কিছু মূল্য তালিকা তুলে ধরা হলো যেমন, আলু (৫০) টাকা, পিঁয়াজ (৯০) টাকা, রসুন (২৬০) টাকা, কাঁচা মরিচ (১২০/১৫০) টাকা, যে কোনও সবজি (৬০/৮০) টাকা। জিরা (১০০০) কেজি টাকা। সয়াবিন (১৭০/১৯০) টাকা, মোটা চাল (৫৫/৬০) টাকা, আটা (৭০) টাকা, চিনি((১৫০) টাকা, মাছ প্রতি কেজি ১৯০/৪৫০ টাকা। ইলিশ (১২০০/১৫০০) টাকা। বয়লার মুরগী (২০০/২২০) টাকা। দেশি মুরগী (৩২০/৩৫০) টাকা গরু মাংস (৮০০) টাকা, খাশির মাংস (১০০০/১১০০) টাকা। এতে করে নিম্ন আয়ের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এমন লাগামহীন নিত্য পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে, অনহারে দিন কাটাতে হবে শ্রমিক ও দিনমজুরিদের। এমতাবস্থায় সর্ব স্তরের জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যেন নিয়মিত বাজার মনিটরিং এ-র মাধ্যমে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখেন।