মো. সফিকুল ইসলাম মোল্লা, প্রতিনিধি, কচুয়া (চাদঁপুর) : চাদঁপুরের কচুয়া উপজেলার মোমখোলা থেকে উজানী দেওকামতা সড়কটি বেহাল দশার কারনে জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সড়কটি উপজেলর হোসেনপুর এলাকা পর্যন্ত সংস্কারের উদ্যোগ নিলেও উজানী মাদরাসার দেওকামতা সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলে বড় বড় গর্ত হয় এবং পানি জমে থাকে। এতে জনসাধারণ ও বিভিন্ন গাড়ী চালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারনে ঝুকিপূর্ণ হয়ে ওঠেছে পথচলা। স্থানীয় অধিবাসীরা আামদের এ প্রতিনিধিকে জানান, উপজেলার মোমখোলা সড়ক থেকে উজানী দেওকামতা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারনে আমরা নিয়মতি যাতায়াত করতে পারছি না। সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান তারা। চালকরা আামদের এ প্রতিবেদককে আরো জানান দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারে চলাচলের অনুপযোগী। ঝুকি নিয়ে আমাদের যাত্রী নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সড়কটি দ্রুত মেরামত করে দেওয়ার দাবী জানান ও তারা। কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন আামদের প্রতিনিধিকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট সংস্কারের প্রক্রিয়ায় রয়েছে। বিভিন্ন সড়কে কাজ চলছে। আমি সরেজমিনে গিয়ে দ্রুত ঐ সড়কটি সংস্কারের উদ্যেগ নেব।
তা ছাড়া মহিচাইল-পরচঙ্গা-বড়ইয়া কৃষ্ণপুর-ইলিয়টগঞ্জ সড়কটির অবস্থা খুবই শোচনীয়। সড়কটি দীর্ঘবছর যাবৎ সংস্কার না করায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়কে যানবাহন চলাচল করাতো দুরের কথা হাটতেও জনসাধারণ ভয় পায়। জরুরী ভিত্তিতে ওই রাস্তাটি সংস্কার করার জন্য হাজার হাজার জনগনের দাবী। রাস্তাটি সংস্কার করার জন্য কুমিল্লা-০৭ চান্দিনা আসনের মানণীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রানগোপাল দত্ত এমপি মহোদয়সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের আশু-দৃষ্টি কামনা করছেন।