পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : গত দুইদিন টানা বৃষ্টির কারণে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ ভূমি অফিস সংলগ্ন ৩০/৪০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এদিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও পানি নিচের দিকে সরতে না পারার কারণে এ পরিবারগুলো পানিবন্দী রয়েছে। এছাড়া শ্যামগঞ্জ কালিবাড়ি আশ্রম প্রাঙ্গণেও পানি থৈ থৈ করছে। নোংরা-আবর্জনা ও দূষিত পানির কারণে পূজা অর্চনারও ব্যাঘাত ঘটছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই দিনের টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের বাড়িঘরের সামনে ময়লা পানি থৈ থৈ করছে। কারো কারো ঘরে পানি ঢুকে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি সরতে পারছে না। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে অনেকেই ব্যাপক কষ্ট করছে। বাড়ির সামনে পানি থাকার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না।
পানিবন্দী বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে আমরা বর্ষাকালে খুব কষ্ট করি। পুরো বর্ষাকাল আমরা পানিবন্দী হয়ে পড়ি। কোন বন্যার কারণে আমরা পানিবন্দী হয়ে পড়ি না। শুধু পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আমরা পানিবন্দী হয়ে পড়ি। এ সময়টুকু আমাদেরকে অবর্ণনীয় কষ্ট করতে হয়। আগে রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা ছিল। কালের বিবর্তনে এসব জায়গায় দোকানপাট উঠে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় এ দূর্ভোগ পোহাতে হয়। নোংরা-আবর্জনা ও দূষিত পানির কারণে নানা রোগ দেখা দিচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। পানিবন্দী অবস্থা থেকে রেহাই পেতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।