ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : বিএসটিআই এর নিবন্ধন ব্যতীত মিষ্টি, দই উৎপাদন ও বিক্রির অপরাধে ছাগলনাইয়া বাজারে তিনটি মিষ্টির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরের দিকে উক্ত আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। এসময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
বিএসটিআই’র ফিল্ড অফিসার জানান, ছাগলনাইয়া বাজারে মেসার্স খন্ডল মিষ্টি মেলা, মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি ও মেসার্স মায়ের দোয়া খন্ডল মিষ্টি বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে মিষ্টি, দই উৎপাদন ও বিক্রি করছিলেন যা প্রচলিত আইনে বেআইনি। এই অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।