গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দকৃত ঘর একই এলাকার রফিক মল্লিকের নামে বরাদ্দ হলেও ওই ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার খান ও চৌকিদার মাজেদ সরদার ১ লক্ষ ৪০ হাজার টাকা গোপন লেনদেনের মাধ্যমে বরিশাল জেলার আপান সিকদারকে দেয়ার অভিযোগ করেছেন রফিক মল্লিক। রফিক মল্লিকের অনুপস্থিতিতে তার ভাই নিজাম মল্লিককে ঘর থেকে বিতাড়িত করে বরিশালের আগইলঝড়া উপজেলার পয়সারহাট গ্রামের আপান সিকদারকে ঘরে তুলে দিয়ে রফিক মল্লিকের আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে দেয় ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার খান ও চৌকিদার মাজেদ সরদার এবং তাদের ভাড়াটে দলবল। এ ব্যাপারে উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজীর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসীন উদ্দিন বলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি প্রকৃত ভূমিহীনদের জন্য বরাদ্দ দেয়া হয়। অর্থ লেনদেনের অভিযোগ প্রমানিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়দের অভিযোগ আপান সিকদারের জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা বরিশালে হলেও তিনি ঘর পাওয়ার লোভে গোপালগঞ্জে ভোটার স্থানান্তর করার তদবির করছে। একই ঘটনা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে ঘটেছে। প্রকৃত ভূমিহীন যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ অবৈধ দখলদারের কারনে ঘরে উঠতে পারছে না। এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।