দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পরিবেশবান্ধব মালচিং পদ্ধতি ব্যবহার করে অসময় তরমুজ উৎপাদন অসাধারণ সাফল্য দেখিয়েছেন দশমিনা উপজেলার কৃষক মোঃ আব্দুর রহমান। সাধারণ পদ্ধতিতে বছরে একবার ফলন হলেও পরিবেশবান্ধব এ পদ্ধতিতে বছর জুড়েই চাষ করা যায় রসালো ফল তরমুজ। অসময় চাষ হওয়ায় অধিক লাভবান হচ্ছেন কৃষক আর বাজার চাহিদাও বেশি। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানির সুযোগ রয়েছে কৃষকের। ফলে দিন দিন মালচিং পদ্ধতিতে তরমুচ চাষে আগ্রহ বাড়ছে উপকূলীয় পটুয়াখালীর দশমিনা উপজলার কৃষকদের। চলতি মৌসুমে দশমিনা উপজেলায় ৩একর জমিতে লাল রঙের গ্রীস্মকালীন তরমুজের চাষাবাদ হয়েছে। প্রতি একর জমিতে ৩থেকে ৪ টন ফলন হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা যায়। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে অসময়ে চাষ করে ভালো ফলন পেয়ে খুশি তরমুজ চাষিরা। মালচিং মথড’ ভারত ও ইসরাইলে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে তরমুজের বীজ সরাসরি জমিতে লাগানো হয়। মালচিং মথড অনুযায়ী মালচিং পেপার মুড়িয়ে অঙ্কুরিত বীজ জমিতে রোপন করা হয়। এ পদ্ধতিতে প্রথম মালচিং পলিথিন দিয়ে একটি বীজতলা নির্মাণ করা হয়। এরপর তরমুজের বীজ সেখানে রোপন করা হয়। এবার মালচিং পেপার ছিদ্র করে বীজ অঙ্কুরিত হওয়ার পর, তা মাচায় প্রতি স্থাপন করা হয়। যেহেতু বীজগুলা পলিথিন দিয়ে মোড়ানো থাকে, তাই পোকা মাকড় ও কীট-পতঙ্গ আক্রমণ করতে পারে না। ফলে কীটনাশক ব্যবহারেও প্রয়োজন হয় না। একই কারণে ক্ষতিকারক সূর্যেরআলোও এর ভিতরে প্রবেশ করতে পারে না। সাধারণ পদ্ধতিতে অনেক সময় বৃষ্টি হলে বীজতলা বা ক্ষতিকর সার ধুয়ে যায়। মালচিং পেপার দিয়ে মোড়ানো থাকায় এখানে নষ্ট হওয়ার সম্ভাবনাও নাই। সাধারণ পদ্ধতির তুলনায় নতুন এই পদ্ধতিতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে ওঠে বলে জানা যায়। এ মৌসুমে দশমিনা উপজেলার সদরের কাটাখালী গ্রামে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে তরমুজের চাষ হয়েছে। তরমুজ চাষি মো. আব্দুর রহমান বলেন, মালচিং পদ্ধতিতে প্রায় ৩একর জমিতে তরমুজ চাষ করেছি। তরমুজের ভালো ফল আসা পর্যন্ত আমার ব্যয় হয় প্রায় ৩লাখ টাকা। গত তিন চার দিন আগে ১৮শ’ কেজি তরমুজ ঢাকায় নিয়ে প্রতি কজি ৩৭টাকা দরে ৬৫হাজার টাকা বিক্রি করেছি। আমার এবছর অর্ধলাখ টাকা লাভ হবে তরমুজ বিক্রিতে। আগামীতে শুধু বীচি কিনলেই হবে তাতে আমার লাভ বেশি হবে, তিনি আরো জানান, তার দেখাদেখি এলাকার লোকজন এ তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। এ পদ্ধতিতে তরমুজ চাষে লাভজনক ও ভালো ফলন পাওয়া যায় বলেও তিনি জানিয়েছেন। এবিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহম্মেদ জানান, গ্রীষ্মকালীন হওয়ায় বাজারে এ সময় তরমুজ পাওয়া যায় না। অসময় তরমুজ চাষ হওয়ায় ভালো দাম পায় কৃষকেরা। উপজেলার পতিত জমিতে পরিবেশবান্ধব মালচিং পদ্ধতি ব্যবহার করে অসময় তরমুজ উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। পদ্মা সেতু হওয়ায় কৃষকরা চাইলে ঢাকাতেও তরমুজ পাঠাতে পারবেন। এতে তারা আরও বেশি দাম পাবেন।