মিঠুন দত্ত : অভয়নগরে প্রকল্প তৈরী করে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলা রাজস্ব তহবিলের টাকা দিয়ে তিনটি প্রকল্প তৈরী করে সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। প্রকল্প তিনটি হলো- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন এবং উপজেলা আবাসিক কোয়ার্টার (পদ্মা) মেরামতের কাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিজনিত কারণে তড়িঘড়ি করে তিনটি ভুয়া প্রকল্প তৈরী করে কাজ না করেই সমুদয় টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন মেরামত কাজের প্রকল্প তৈরী করে এক লক্ষ টাকা দেখানো হয়েছে এবং ওই প্রকল্পের সভাপতি করা হয় পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন মেরামত কাজের জন্য প্রকল্প তৈরী করা হয় এক লক্ষ টাকার। প্রকল্পের সভাপতি করা হয় প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানকে। এছাড়া উপজেলা আবাসিক কোয়ার্টার (পদ্মা) ভবনের মেরামত বাবদ সাড়ে তিন লক্ষ টাকা প্রকল্পের ব্যয় ধরে গোপনে মেসার্স মিতু এন্টারপ্রাইজের নামে এ টাকা উত্তোলন করা হয়েছে।
সরেজমিনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে গিয়ে দেখা গেছে, ভবনের সামনে দুটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানো রয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার তথ্যকেন্দ্র। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ হারুনার রশিদ বলেন, বিগত ছয়মাসে এ ভবনে কোনো সংস্কার কাজ হয়নি।
প্রকল্প সভাপতি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, আমাকে একদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রকল্পের বিলে স্বাক্ষর করতে বলেছেন তাই করেছি। কাজ হয়েছে কিনা জানি না। এর থেকে আর কিছু জানা নেই।
অপর প্রকল্পের সভাপতি প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুইটি দরজা লাগানোসহ দেয়ালে প্লাস্টারের কিছু কাজ করানো হয়েছে ভবনের ভিতরে। এছাড়া আর তেমন কিছু করা হয়নি।
মেসার্স মিতু এন্টারপ্রাইজের মালিক গাজী ওলিয়ার রহমান বলেন, এ বিষয়ে মোবাইলে কোনো প্রকারের বক্তব্য দিতে পারবো না। প্রয়োজনে তুমি আমার অফিসে আসো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি চেয়ারম্যান এ প্রতিবেদককে জানান, উপজেলা পরিষদের কোনো সভায় ওই তিনটি প্রকল্প নিয়ে আলাপ আলোচনা না করেই গোপনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউএনও কেউ কোনো সদুত্তর দিতে চান না। তারা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি বলেন, উপজেলা আবাসিক কোয়ার্টার(পদ্মা) ভবনে কিছু কাজ হয়েছে। ওই বাসায় আমি বসবাস করি। তবে অন্য দুইটি প্রকল্পের কাজ হয়েছে কিনা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবু নওশাদ বলেন, আমার এ বিষয়টি জানা ছিল না। বিষয়টি জেনে দেখব।