আব্দুর রাজ্জাক রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডপ এলাকায় গত ১৩ জুলাইয়ের বন্যার তীব্র স্রোতে ব্রিজ ভেঙে নদীর তলদেশে হারিয়ে যাওয়ায় এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি নির্মাণে পরিকল্পনার ঘাটতি ছিল। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং কোন প্রকার সয়েল টেস্ট করা হয়নি।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার বরাদ্দে ৪ লাখ ৩১ হাজার ২০০ টাকা ব্যয়ে চর-গোরকমন্ডপ এলাকায় ১০ ফিট দৈর্ঘ্যরে ব্রিজটি হস্তান্তরের দুই সপ্তাহের মধ্যে ধরলার তীব্র স্রোতে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়। নির্মাণের এ অল্প কয়েকদিনের মাথায় ধরলার গত ১৩ জুলাই বন্যার ভয়াল কবলে পড়ে এবং ধরলার তীব্র স্রোতের শিকার হয়ে ভেঙ্গে পানির নিচে পড়ে। ব্রিজটিতে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
চর-গোরকমন্ডপ এলাকার আব্দুল জব্বার, সুলতান আলী ও কুরান মন্ডল জানান, আমরা বারবার বলেছি এখানে বড় ব্রিজ দেন। কিন্তু এ কাজের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ তাদের নিজের মত কওে তড়িঘড়ি করে কাজ করেন। এলাকাবাসীর দাবি ছিল, ব্রিজটি কমপক্ষে ৫০/৬০ ফিট যেন করে। কিন্তু মাত্র ১০ ফিট দৈর্ঘ্যরে একটি ব্রিজ করেছে নির্মাণের কোন পূর্ব প্লান না করেই। ব্রিজের কাজের মানও ভাল হয়নি। সেই সাথে ব্রিজের দুই পাশের সড়কের মাটি ভরাটের কাজ ভালভাবে না করায় ধরলার স্রোতে ব্রিজটি ভেঙে গেছে। আমরা মাত্র ১৫/২০ দিন ব্রিজ দিয়ে চলাচল করেছি। ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের চলাচলের কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। একই এলাকার আব্দুল করিম ও নুর মুহাম্মদ মিয়া একই কথা জানিয়ে বলেন, বলার ভাষা নেই। কিভাবে একটি নতুন ব্রিজ সামান্য পানির স্রোতে ভেঙে যায়। অবশ্যই নিম্নমানের কাজ হয়েছে বলে জানান তারা।
চরগোরকমন্ডপের বাসিন্দা মকবুল হোসেন জানান, ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ টানা ১৪ দিন যাবৎ দুর্ভোগে আছি। ব্রিজটি ভেঙে প্রায় ৫০/৬০ ফিট সড়ক ভেঙে বড় গর্তে পরিণত হওয়ায় আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। আনন্দবাজার, বিডিআর বাজার, বালারহাটসহ ফুলবাড়ী সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একবারেই বিছিন্ন।
ওই এলাকার দুলাল মিয়া জানান, নতুন ব্রিজটি ভেঙে যাওয়ায় এ এলাকার মানুষ জরুরী চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পারছে না।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার মোঃ হাছেন আলী জানান, ওই ব্রিজের কাজটি খুবই ভাল হয়েছে। তিনি আরও জানান, ব্রিজটির কাজ ভাল হওয়ায় উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বিপুল মিয়া পরিদর্শন করে চূড়ান্ত বিলের সুপারিশ করায় আমি বিল উত্তোলন করেছি। তবে ধরলার তীব্র স্রোতের কারণে ব্রিজটি ভেঙে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি সেখানে ত্রাণের বরাদ্দে একটি বড় ব্রিজ নির্মাণ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বিপুল মিয়া জানান, সিডিউল অনুযায়ী ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ায় চূড়ান্ত বিলের জন্য অনুমোদন দেয়া হয়েছে। আকস্মিক বন্যার পানির তোড়ে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রাকৃতিক দূর্যোগ বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, এ ব্যাপারে দ্রুত খোঁজ-খবর নেয়া হচ্ছে।