টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। সুস্থ হয়েছেন ৩৮২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৭ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, মধুপুর উপজেলায় ৩ জন ও ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন।