বগুড়া প্রতিনিধি
“খাদ্যশস্য লাইসেন্স নিব, আইন মেনে ব্যবসা করব” -এ শ্লোগানে দেশব্যাপী ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ-২০২৩ উদযাপনে প্রচারাভিযান হিসেবে গতকাল দিনব্যাপী বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের নেতৃত্বে শহরের গোদারপাড়াসহ বিভিন্ন বাজারে চাউল ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তার সাথে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা খাদ্যশস্য আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার এবং কমপক্ষে ১ টন ধান, চাউল ও আটা মজুদ বা ক্রয়-বিক্রয় করেন আবশ্যই তাদেরকে লাইসেন্স গ্রহণ করতে হবে।