আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। রেল লাইনের পশ্চিম দিয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ঘেষে এসব স্থাপনা নির্মাণের ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল।
সরজমিনে গিয়ে দেখা গেছে, শাহাগোলা রেল লাইন ও আঞ্চলিক মহাসড়কের মাঝে দিয়ে ফাঁকা জায়গায় মাটি ভরাট করে একের পর এক গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। রেলের বৈধ কোন কাগজ না থাকলেও গায়ের জোরে প্রভাব খাটিয়ে জায়গা দখলে উৎসবে মেতে উঠেছে এক শ্রেনীর প্রভাবশালী মহল। এদিকে আঞ্চলিক মহাসড়কের ৩৩ ফুট জায়গার ভিতর কোন ধরণের স্থাপনা নির্মাণ না করার বিধান থাকলেও তা মানছেন না এসব দখলদারেরা। একেবারে আঞ্চলিক মহাসড়ক ঘেষে স্থাপনা নির্মাণের ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। স্থাপনা নির্মাণকারী শাহাগালা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রাজ বলেন, আমি আরেক জনের নিকট থেকে এ জায়গা ভাড়া নিয়ে এখানে দোকান নির্মাণ করেছি। তার বৈধ কোন কাগজ আছে কি না তা আমার জানা নেই। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এ ভাবে আঞ্চলিক মহাসড়ক ঘেষে স্থাপনা নির্মাণ কোন ভাবেই মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন এতে করে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আমি ইউপি সদস্য হিসেবে মৌখিকভাব তাদেরকে স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছি। তারা বলেছেন রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা নির্মাণ করছেন। সান্তাহার রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের পক্ষ থেকে কাউকেই লিখিত বা মৌখিক অনুমতি দেয়া হয়নি। গায়ের জোরেই তারা অবৈধভাবে রেলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এগুলো দ্রুত উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হব।