আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের দফাইরপাড় বিল, বারপাইকা বিল, দুশমীর বিল এবং বাগধা ইউনিয়নের আস্কর বিলসহ মোট ৪টি বিলে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আরও জানান, উপজেলার বিভিন্ন খাল, বিল ও জলাশয়ে অবৈধ যতো জাল রয়েছে তা প্রতিদিন অভিযান চালিয়ে জব্দ করা হচ্ছে। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।