জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে যুবতী মুঞ্জলী ওরফে মুরশিদা হত্যা মামলায় প্রতিবেশী স্বামী, স্ত্রীসহ তিন জনের যাবজ্জীবন কারাদ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেকর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর ও অন্য ধারায় ৫ বছর কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের করে কারাদে র আদেশ দিয়েছেন।
বুধবার (১২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন।
দন্ড প্রাপ্তরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের আতাউল ওরফে আতাউর (৬৫) তাঁর স্ত্রী মেরিনা বেগম (৫০) এবং মৃত হাউসা ওরফে হাউসের ছেলে আমজাদ হোসেন (৬০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১১ এপ্রিল জেলার পাঁচবিবি উপজেলার আজরা গ্রামের মৃত মোখছেদ আলীর কন্যা মুঞ্জলী ওরফে মুরশিদাকে (৪১) বিয়ে দেওয়ার কথা বলে তাঁর মেয়েকে ১৮ হাজার টাকাসহ উপজেলার হরেন্দ্রা গ্রামের আতাউল ওরফে আতাউর তার নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর ১৩ এপ্রিল দুপুরে মুঞ্জলীর ওরফে মুরশিতার বাড়িতে গিয়ে খবর দেয় যে মুরশিদা বিষপানে আত্নহত্যা করেছে।
এ ঘটনায় নিহতের মা খালেদা বেওয়া বাদী হয়ে পাঁচবিবি থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে আত্নহত্যা না, ১৮ হাজার টাকা আত্মসাতের জন্য হত্যার পর মুখে বিষ দিয়ে আত্নহত্যা বলে প্রচার চালিয়েছে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন পাঁচবিবি থানার এস আই আবু ওবায়দা খান ২০০১ সালের ১৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ৭ জন স্বাক্ষীর সাক্ষ্যতে স্বামী, স্ত্রীসহ তিন যাবজ্জীবন কারাদে রায় দেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামিপক্ষে ছিলেন এ্যাড. মোস্তাফিজুর রহমান।