ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ছাগলনাইয়ার মোকামিয়া-শ্রীনগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সীমান্ত হাটে আয়োজিত সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, এসিল্যান্ড মো. ফখরুল ইসলাম, ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায়, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার প্রমুখ। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা প্রশাসক সাজু ওয়াহিদ আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এডিএম সন্তোষ দাশ, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট যুগেশ রিয়াং, এসিস্ট্যান্ট কালেক্টর ড. জি শরৎ নায়েক। সভায় মাছে ফরামালিন ও জেলি ব্যবহার না করাসহ হাটের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।